আজকের শিরোনাম :

আশাশুনিতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০১৮, ১৯:৪০

আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা রাজিবুল হাসান, সমবায় অফিসার জি এম আনছারুল আজাদ, শিক্ষা অফিসার মোসাঃ শামসুন নাহার, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার দিপ, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান আঃ মান্নান, সিপিপি উপজেলা টিম লীডার আঃ জলিলসহ বিভিন্ন দপ্তর ও এনজিও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্নিঝড় ‘তিতলি’ নিয়ে আলোচনা করা হয়।

তিতলির সম্ভাব্য আঘাত বা তিতলির প্রভাবে সম্ভাব্য সমস্যা ও জানমালের ক্ষতির হাত থেকে রক্ষা পেতে উপজেলা পিআইও অফিসকে কন্ট্রোল রুম ঘোষণা, প্রয়োজনে ০৪৭২১৫৬০২২ ও ০১৭০০৭১৭০২২ নং এ যোগাযোগ রাখা, সকল সরকারি কর্মকর্তার ছুটি বাতিল, ট্যাগ অফিসারবৃন্দকে স্ব-স্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা, সকল আশ্রয় কেন্দ্র উন্মুক্ত রাখা, দ্রুত সংকেৎ প্রচারসহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

এবিএন/জি এম মুজিবুর রহমান/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ