আজকের শিরোনাম :

কাশিয়ানীতে বোমা ও অস্ত্রসহ ডাকাত সর্দার গ্রেফতার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০১৮, ১৮:৫২

গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে আন্ত:জেলা ডাকাত দলের সর্রদার মোঃ নাগর কাজী ওরফে সাগরকে (৩৮) বোমা ও অস্ত্রসহ  গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ।

নাগর কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গোয়ালগ্রামের মোঃ হিমায়েত কাজি ওরফে হিমু কাজির ছেলে।
 
কাশিয়ানী থানার এসআই মোঃ হিমেল রানা  বলেন, নাগর তার লোকজন নিয়ে ঢাকাÑখুলনা মহা-সড়কে কাশিয়ানী উপজেলার মাঝিগাতি গ্রামের নির্জন স্থানে  অবস্থান করে ডাকাতির পরিকল্পনা করছিলো। এলাকার লোকজন বিষয়টি বুঝতে পেরে আমাদের খবর দেয়। আমরা ঘটনাস্থলে পৌছে নাগরকে আটক করি । এ সময় ডাকাত দলেল অন্যান্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

ঘটনা স্থল থেকে দুইটি বোমা, কাটারী, ছোরা, গাছকাটা দা, প্লাস,রশি উদ্ধার করা হয়।

কাশিয়ানী থানার ওসি মোঃ আজিজুর রহমান জানান,নাগর ডাকাত ওরফে সাগরের আসল নাম মোঃ মিজানূর রহমান। সে আন্ত:জেলা ডাকাত দলের সরর্দার। তার বিরুদ্ধে ডাকাতি, ডাকাতি কালে ধর্ষন, চুরি ও ছিনতাই সহ অনেক অভিযোগ রয়েছে। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ১২ টি মামলা রয়েছে। এব্যাপারে এসআই  হিমেল রানা বাদী হয়ে বিষ্ফোরক আইনে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করেছেন।

এবিএন/লিয়াকত হোসেন (লিংকন)/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ