আজকের শিরোনাম :

আশাশুনিতে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০১৮, ২০:২১

আশাশুনিতে বুনিয়াদি, সমৃদ্ধি ও অন্যান্য প্রকল্পভুক্ত সদস্য’র সন্তানদের মধ্যে ২০১৭ সলের এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং উচ্চ মাধ্যমিক/সমমানে অধ্যায়নরতদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।  আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।   

বাস্তবায়ন সহযোগি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা-সাস এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ (চলতি দায়িত্ব) অধ্যাপক হোসেন আলি। অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও মাফফারা তাসনীনের প্রতিনিধি উপানুষ্ঠানিক শিক্ষা’র প্রোগ্রাম অফিসার আবু মুছা, প্রকল্পের সমন্বয়কারী শাহ আলম, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২৪ জন এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ও উচ্চ মাধ্যমিক/সমমানে অধ্যায়নরত মেধাবী শিক্ষার্থীকে ১২০০০ টাকা করে ২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে সাস এর আঞ্চলিক ব্যবস্থাপক মিজানুর রহমান, শাখা ব্যবস্থাপক জি এম মাসুম বিল্লাহ ও বাবুলাল কুন্ডু উপস্থিত ছিলেন।

এবিএন/জি এম মুজিবুর রহমান/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ