আজকের শিরোনাম :

কাপাসিয়ায় আইসিটি ভবন উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৮, ১৮:২৭

গাজীপুরের কাপাসিয়ায় শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজে নবনির্মিত সৈয়দা জোহরা তাজউদ্দীন আইসিটি ভবন উদ্বোধন করেন।

আজ (০৮ অক্টোবর) সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ভবনের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।

সিমিন হোসেন রিমি বলেন, মানসম্মত শিক্ষা অর্জনে  আইসিটির উপর গুরুত্ব দিতে হবে। বই পড়ে জ্ঞান অর্জন সম্ভব নয় মেধা, মনন ও সৃজনশীলতা মাধ্যমে প্রকৃত শিক্ষা অর্জন করা সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশকে বিশ্বে ব্যাপক ভাবে তুলে ধরেছেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলামের সভাপতিতে অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ্, সহকারি অধ্যাপক মোহাম্মদ আলী বদু, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, বিএনসিসির কমান্ডার আহসান হাবিব রফিক  প্রমুখ উপস্থিত ছিলেন । শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজের বিভিন্ন অবদান রাখায় ৬২ জনকে সম্মাননা প্রদান করা হয়।

অপর দিকে ওই দিন বিকালে উপজেলার কালডাইয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে বীরমুক্তিযোদ্ধা রায়েদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রয়াত আবদুল হাই এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি  ছিলেন বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।


এবিএন/নুরুল আমীন সিকদার/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ