আজকের শিরোনাম :

জামালপুরে নকল ধরার জেরে শিক্ষককে প্রহার : সড়ক অবরোধ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০১৮, ১৬:৪৮

নকল প্রতিরোধের জের ধরে জামালপুরের সানন্দবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষককে লাঠেপেটার ঘটনায় বিক্ষোভ মিছিল-সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা।

জানা গেছে, গতকাল শনিবার ৬ অক্টোবর ২০১৮ সালের এসএসসি ব্যাচের টেস্ট পরিক্ষা (গণিত) চলছিল। নকলের দায়ে পরিক্ষার্থী শামসুন্নাহাকে বকাদেন কর্মরত শিক্ষিকা মাহফুজা বেগম।

বিষয়টি পরিক্ষার্থী শামসুন্নাহারের অভিভাবকদের জানায়। এ ক্ষোভে ওই ছাত্রীর আত্মীয় সাইদুর-নজরুলসহ কয়েকজনে শিক্ষিকা মাহফুজা বেগমকে না পেয়ে সন্ধ্যার পর শিক্ষক-কাম ক্লার্ক সুরুজ্জামানকে সানন্দবাড়ি বাজারে লাঠিপেটা করে।  মুহুর্তেই খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে হইচই শুরু হয়। এ ঘটনায় শিক্ষক-ছাত্র-জনতা ফুসে ওঠে।

আজ ০৭ অক্টোবর পরিক্ষা-ক্লাশ বর্জনসহ বেলা সাড়ে ১১টার দিকে ছাত্র-জনতা সানন্দবাড়ি বাজারে বিক্ষোভ মিছিল শেষে টায়ার জালিয়ে মেইন রোডে সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। স্থানীয়দের অভিযোগ প্রহারকারিরা প্রভাবশালী হওয়ায় ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এই ঘটনার বিচার হওয়া দরকার।

সানন্দবাড়ি তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর হাবিবুর রহমান জানান-অপরাধিকে আইনের আওতায় আনার আশ্বাস দিলে আন্দোলনকারিরা কর্মসূচি প্রত্যাহার করে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

এ ব্যাপারে সানন্দবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের জানান-বিষয়টি নিস্পত্তির জন্য চর আমখাওয়া ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ স্থানীয়ভাবে দায়িত্ব নিয়েছেন।

 

এবিএস/শাহ্ জামাল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ