আজকের শিরোনাম :

মদনে উন্নয়ন মেলার সমাপনী দিনে গ্রাম আদালতের বিচার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৮, ১৮:১৬

নেত্রকোনার মদন উপজেলা প্রশাসনের উদ্যোগে তিনদিন ব্যাপি উন্নয়ন মেলার  সমাপনী দিনে গ্রাম আদালতের বিচার আলোড়ন সৃষ্টি করে।

উপজেলার তিয়শ্রী ইউনিয়নের গ্রাম আদালতের একটি মামলার রায়ে আসামীকে ৫ হাজার টাকা জরিমানা করেন আদালত। গত ১ অক্টোবর উপজেলার বাঘমারা গ্রামের শাহানা আক্তার বাড়ির সীমানা থেকে একটি রেন্ট্রি গাছ কর্তন ও ঘর ভাংচুরের ঘটনায় একই গ্রামের দলাই মিয়াকে আসামী করে তিয়শ্রী ইউনিয়নের গ্রাম আদালতে একটি মামলা দায়ের করেন।

 উক্ত মেলায় গ্রাম আদালত বসিয়ে বাদীর জবান বন্দি ও স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহনের পর উভয় পক্ষের যুক্তি তর্কের পর রায় ঘোষণা করেন গ্রাম আদালতের বিচারক ইউপি চেয়ারম্যান ফকর উদ্দিন আহমেদ।   এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়ালীউল হাসানসহ বিভিন্ন বিভাগীয় প্রধানগণ ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। মেলায় অংশ গ্রহণকারী ৩৮টি স্টলকে ক্রেস্ট ও সনদ পত্র প্রদান করা হয়।
 

এবিএন/তোফাজ্জল হোসেন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ