আজকের শিরোনাম :

সুন্দরগঞ্জে ধানক্ষেতে পাতা মোড়া রোগ ও পোকার আক্রমণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৮, ১৬:১৯

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আমন ধান ক্ষেতে পাতা মোড়া রোগ ও পোকার আক্রমণ দেখা দেয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।

জানা গেছে, চলতি বছর আবহাওয়া অনূকূলে থাকায় কৃষক মনের আনন্দে আমন চারা রোপন করেন। যথাসময়ে সার প্রয়োগ করতে পারায় ধান গাছগুলো লকলকে ও সতেজ হয়ে উঠে।

 এতে করে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিলেও বৈরি আবহাওয়ার কারণে পোকার আক্রমণ দেখা দেয়। কৃষক আক্রান্ত জমিগুলোতে বিভিন্ন ব্রান্ডের কীটনাশক প্রয়োগ করেও তেমন কোন সুফল পাচ্ছেন না। অনেক জমিতে ধানগাছগুলো বিবর্ণ হয়ে পড়েছে।

 হাতিয়া গ্রামের আতোয়ার, খানাবাড়ি রামভদ্র কদমতলার মামুন, বালারছিড়ার সাজু, আনিসুরসহ অনেকে জানায়, তাদের ধানক্ষেতগুলো পাতামুড়ে বিবর্ণ হওয়াসহ ক্রমান্বয়ে রোগাক্রান্ত হয়ে পড়ছে। বাহ্যিক দৃষ্টিতে ক্ষেতের ধানগাছগুলো সতেজ ও লকলকে মনে হলেও জমির মধ্যে প্রবেশ করলে রোগাক্রান্ত গাছগুলো চোখে পড়ে। বিভিন্ন কীটনাশক ব্যবহার করেও তেমন ফল পাচ্ছি না।

এ নিয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশেদুল ইসলাম জানান, এ বছর এ উপজেলায় ২৭ হাজার ৫শ’২৬ হেক্টর জমিতে আমন চারা রোপন করা হয়েছে। বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিলেও কিছু কিছু জমিতে পাতা মোড়া রোগ দেখা দিলেও ক্ষয়ক্ষতির সম্ভাবনা তেমন একটা নেই। কৃষকদের কীটনাশক ব্যবহারের পরামর্শ নিয়ে উপসহকারী কৃষি অফিসাররা স্ব-স্ব ব্লক চষে বেড়াচ্ছেন।

 

এবিএন/শাহ মো.রেদওয়ান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ