আজকের শিরোনাম :

উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকায় ভোট দিন: ভূমিমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৮, ১৭:৪৭

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশ্বে উন্নয়নের রোল মডেল।  শেখ হাসিনার সরকার থাকলে দেশে উন্নয়ন হয়, বীর মুক্তিযোদ্ধারা ভাতা পায়, বিধবারা ভাতা পায়, গর্ভবতী মায়ের ভাতা পায়, প্রতিবন্ধীরা ভাতা পায়, আদিবাসী শিক্ষার্থীরা ভাতা পায়, শিক্ষার্থীরা বিনামূল্যে বই পায়।  

অচিরেই মানুষের ৫টি মৌলিক অধিকার সম্পূর্ণ প্রতিষ্ঠা হবে। এমনকি গৃহহীনরা এখন মাথা গোজার ঠাঁই পাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশের অপ্রতিরোধ্য উন্নয়নকে অব্যাহত রাখতে আগামীর জাতীয় নির্বাচনে আবারো শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আহবান জানান মন্ত্রী।

আজ শুক্রবার সকালে ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে জমকালো উন্নয়ন মেলা পরিদর্শনে এসে মন্ত্রী শরীফ আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বিশেষ গৃহীত উদ্যোগ আশ্রয়ণ প্রকল্প, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, শিক্ষা সহায়তা কর্মসূচি, একটি বাড়ি একটি খামার প্রকল্প, নারীর ক্ষমতায়ন, ডিজিটাল বাংলাদেশ, ঘরে ঘরে বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা প্রভৃতি ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে।

 প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। জনাব শরীফ বলেন, বাংলাদেশ থেমে নেই। উন্নয়নের মহাসড়কে উঠা বাংলাদেশ এখন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এটি আমাদের অহংকার, এটি আমাদের গর্ব। মন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় এসে ঈশ্বরদী বিমান বন্দর ও পাকশী পেপার মিল বন্ধ করেছে। এগুলো চালু করার কাজ প্রক্রিয়াধীন। বৃহত্তম ঈশ্বরদী জংশন ষ্টেশনও অচিরেই আধুনিকীকরণ হবে।

উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, ভারপ্রাপত ইউএনও যুবায়ের হোসেন, ভাইস চেয়ারম্যান মাহমুদা বেগম, সলিমপুর ইউপির চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, নির্বাচন অফিসার জিন্নাত আরা জলি প্রমূখ। মন্ত্রী মেলায় ৬২টি ষ্টল পরিদর্শন করেন।

পরে মন্ত্রী আটঘরিয়া সমাজ সেবা অধিদপ্তরের সহায়তায় ১৭০ জন চার স্তরের প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছয় মাসের এককালীন ৫ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা অনুদান বিতরণ করেন। এছাড়া প্রতিবন্ধীদের পরিচয় পত্র বিতরণসহ দুঃস্থ ও দরিদ্র প্রত্যেক পরিবারকে ৩০ হাজার টাকা করে মোট ৭ লাখ টাকা বিতরণ করেন।

পরে ৪০ জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে মন্ত্রী ৮০ সেট পোশাকসহ অন্যান্য সরঞ্জাম বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকরাম আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরীন, আটঘরিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. গফুর, উপজেলা ভাইস চেয়ারম্যান নীলা আক্তার উপস্থিত ছিলেন ।

 

এবিএস/গোপাল অধিকারী/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ