আজকের শিরোনাম :

আদমদীঘিতে চুরির মামলায় গ্রেফতার ১

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৮, ১৬:১০

বগুড়ার আদমদীঘিতে দোকানের গ্রিল কেটে সোয়া দুই লাখ টাকার মালামাল চুরির মামলায় পুলিশ দুই জনকে গ্রেফতার করে গতকাল শুক্রবার আদালতে প্রেরন করেছেন।

 গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার শালগ্রামের বাহার তালুকদারের ছেলে আব্দুস সালাম (৪৬) ও ডহরপুর গ্রামের জসিম উদ্দীনের ছেলে এরশাদুল ইসলাম (৪০)।

জানাযায়,আদমদীঘির রামপুরা গ্রামের নাফের আলীর ছেলে মোফাজ্জল হোসেন প্রতিদিনের মতো গত বুধবার সন্ধায় দোকানের বেচাকেনা শেষে দোকান বন্ধ করার সময় কয়েক ব্যাক্তি সন্দেহ জনকভাবে ঘোড়াফেরা করতে দেখে বাড়ীতে যায়।

 পরেরদিন দোকান খুলতে এসে দেখতে পায় তার দোকানের গ্রিল কেটে চার্জার ভ্যানের বাটারী সহ সোয়া দুই লাখ টাকার মালামাল চুরি হয়েছে।

 এব্যাপাওে দোকানের মালিক মোফাজ্জল হোসেন বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ওসি মনিরুল ইসলাম মনির বলেন,চুরি ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং দুই চোরকে গ্রেফকার করা হয়েছে তবে চোরাই মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।  

 

এবিএস/আনোয়ার হোসাইন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ