আজকের শিরোনাম :

ফুলবাড়ীয়ায় জাপা দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৮, ১৫:৫২

ফুলবাড়িয়া পৌর সদরে গতকাল বৃহস্পতিবার রাত ৮ টার দিকে জাতীয় পার্টীর কর্মী সমাবেশ ও আলোচনা সভায় দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এতে কর্মী সমাবেশ পন্ড হয়ে গেছে।  আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায়  দু’গ্রুপই পরস্পর কে দোষারূপ করছে।

জানা যায়, মাহফিজুর রহমান বাবুল গ্রুপের পূর্ব ঘোষণা অনুযায়ী সন্ধ্যারপর পৌর এলাকার ভালুকজান ৬ নং ওয়ার্ডের কর্মী সমাবেশ ও আলোচনা সভা শুরু হয় ভালুকজান সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে।

 সমাবেশের শেষ পর্যায়ে ডা. কে.আর ইসলাম গ্রুপের নেতা কর্মীরা সমাবেশে হামলা চালায়। এতে উভয় গ্রুপের অন্তত ১০ নেতা কর্মী আহত হয়। আহতরা হল বাবুল গ্রুপের কদ্দুছ (৭০), বিপ্লব (৪০), ফয়জল (৭০), আল আমিন (২২), মিন্টু (২৫), নজরুল (২৮)। ডা. কে. আর ইসলাম গ্রুপের খাইরুল ইসলাম (৪০), আ. আজিজ (৪৫) আরও অজ্ঞাত কর্মী ২/৩ জন।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা জাপা’র সহ-সাধারণ সম্পাদক মাহফিজুর রহমান বাবুল বলেন, আমার জনপ্রিয়তায় ঈষান্বিত হয়ে বিদ্রোহীরা আমাদের উপর পরিকল্পিতভাবে হামলা করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ডা. কে. আর ইসলাম গ্রুপের হারুন অর রশিদ উপজেলা জাতীয় পার্টীর সাধারণ সম্পাদক জানান, সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ নিয়ে বিরূপ মন্তব্য করায় আমাদের নেতা কর্মীরা প্রতিবাদ করতে গেলে উল্টা তারা আমাদের উপর হামলা চালিয়েছে।

থানা অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম জানান, দলীয় কোন্দলে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। উভয় গ্রুপের লোকজন আহত হয়েছে। এখন পর্যন্ত কেউ মামলা করতে আসেনি।


এবিএস/হাফিজুল ইসলাম স্বপন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ