আজকের শিরোনাম :

কয়রায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৮, ১৫:৩৩

উপজেলার দক্ষিন বেদকাশি মাধ্যমিক বিদ্যালয়ে বহুতল ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

আজ ০৫ অক্টোবর দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে ভবন নির্মাণের ফলক উম্মোচন করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আলহাজ শেখ মো. নুরুল হক। পরে বিদ্যালয়ের মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি মেম্বর আছের আলী মোড়ল।

 স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক পারভীন আক্তার বানু। সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ এ্যাড. শেখ মো. নুরুল হক বলেন, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে শিক্ষা ব্যবস্থায় গুনগত পরিবর্তন এনেছে। শিক্ষা ব্যবস্থাকে প্রযুক্তি নির্ভর বিজ্ঞান ভিক্তিক করার চেষ্টা চলছে। সভায় দক্ষিন ইউপি চেয়ারম্যান জিএম কবি শামছুর রহমান ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, ছাত্র-ছাত্রী, জনপ্রতিনধি সহ এলাকার বিভিন্ন শ্রেনীপেশার মানুষেরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল সাড়ে ১১টায় দক্ষিন বেদকাশির সুন্দরবন সিদ্দিকীয়া দাখিল মাদরাসায় একটি একতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য।

 মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহমান বাচ্চুর সভাপতিত্বে মাদরাসার মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ এ্যাড. শেখ মো. নরুল হক।

সভায় বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান জিএম কবি শামছুর রহমান, সুপার মাওলানা আব্দুল মাজেদ প্রমুখ। প্রধান অতিথি সংসদ সদস্য বলেন, সরকার মাদরাসা শিক্ষার আধুনিকায়নে কাজ করছে।

এজন্য মাদরাসা শিক্ষাকে যুগোপযোগি করা হয়েছে। সভায় শিক্ষক ছাত্র-ছাত্রী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


 
এবিএস/শহিদুল্লাহ শাহিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ