আজকের শিরোনাম :

নিকলীতে হিলিপের উদ্দ্যোগে ডিসিমিনেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২১, ১৬:১৪

কিশোরগঞ্জ নিকলীতে আজ (২৭ শে অক্টোবর) বুধবার সকাল ১১ ঘটিকায় নিকলী উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্প (হিলিপ) আয়োজনে ও সহযোগিতায় ডিসিমিনেশন ওয়ার্কশপের আয়োজন করা হয়।

উক্ত উনুষ্ঠানটিতে কিশোরগঞ্জ জেলার এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল বাকি এর সভাপতিত্বে কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট কোঅডিনেটর হিলিপ তফাজ্জল হোসেনের সঞ্চালনায়, ওয়ার্কশপের মূল প্রেজেন্টটেশন উপস্থাপনা করেন মোঃ কাজী আতিকুর রহমান জেলা মনিটরিং এন্ড ইভাল্যুয়েশন অফিসার হিলিপ কিশোরগঞ্জ।

এ সময় প্রধান অতিথি  ও উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন, নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান মোঃ রুহুল কুদ্দুছ ভূঞা জনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিকলী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসসাদিক জামান, জেলা প্রকল্প সমন্বয়কারী (হিলিপ) মোঃ সোহরাব আলী, কমিউনটি রিসোর্স ম্যানেজমেন্ট কোঅডিনেশন এক্সপাট, পিএমইউ ঢাকা শংকর চন্দ্র সূত্রধর, মোঃ আবু জাহের, লাইলিহোড কো-অর্ডিনেটর হিলিপ কিশোরগঞ্জ,

হীরেন চন্দ্র হাওলাদার উপসহকারী প্রকৌশলী হিলিপ কিশোরগঞ্জ নিকলী উপজেলা প্রকৌশলী মোঃ আঃ গণি, কৃষি অফিসার মোঃ বেলায়ত হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম, সাংবাদিক জয়দেব আচার্য্য, সঞ্জয় কর্মকার ফাইন্যান্স এ্যাসিস্টেন্ড হিলিপ কিশোরগঞ্জ,মোঃ মহিউদ্দিন শেখ উপসহকারী প্রকৌশলী হিলিপ নিকলী,  মোঃ তাজুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।


এবিএন/জয়দেব আচার্য্য/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ