আজকের শিরোনাম :

সাপাহারে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৮, ২১:২৩

“অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ, উন্নয়নে অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” এই স্লোগান কে সামনে রেখে নওগাঁর সাপাহারে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার এমপি।

সাপাহার উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে মেলায় বিভিন্ন্ স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি সাধন চন্দ্র মজুমদার এমপি সহ উপজেলা পরিষদের কর্মকর্ত, উপজেলা প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন স্থরের গণ্যমাণ্য ব্যক্তিবর্গগন।

পরে মেলা চত্ত্বরে আলোচনা সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলা ও সোনার বাংলার বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন স্থানীয় সাংসদ সাধন চন্দ্র মজুমদার এমপি। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী।

এ সময় সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সবুর আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, মোরশেদা পারভীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান হোসেন প্রমুখ।

এবারে উপজেলা পরিষদ চত্ত্বরে উন্নয়ন মেলায় উন্নয়ন মুলক কর্মকান্ডের চিত্র তুলে ধরার লক্ষে উপজেলা প্রশাসনের প্রতিটি দপ্তরের একটি করে স্টল, ব্যাংক-বিমা, এনজিও, স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ, ফায়ার সার্ভিস, থানা সহ সর্ব মোট ৪৪ টি স্টল আছে।

এর আগে সকাল ১০টায় ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা সফল করতে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরীর নেতেৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী সহ সর্বস্থরের জনগণ উপস্থিত ছিলেন।

এবিএন/নয়ন বাবু/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ