আজকের শিরোনাম :

চিরিরবন্দরে ইজিবাইকের চাকায় পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২১, ১৭:০৪

দিনাজপুরের চিরিরবন্দরে ইজিবাইকের চাকায় পৃষ্ট হয়ে মুক্তা খাতুন (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসড়ক দুর্ঘটনাটি গতকাল (২৩ অক্টোবর) শনিবার সকাল আনুমানিক ৭টায় খানসামা-রানীরবন্দর সড়কে উপজেলার নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের রানীরবন্দর হাটের গরুহাটিতে ঘটেছে। নিহত মুক্তা খাতুন নশরতপুর গ্রামের সর্দারপাড়ার মিজানুর রহমান ওরফে সরুর মেয়ে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মুক্তা খাতুন তার পিতার রিকশাভ্যানের চাবি আনার জন্য বাড়িতে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় খানসামাগামী একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

এসময় স্থানীয় লোকজনসহ ইজিবাইক চালক ও তার পিতা মিজানুর রহমান ওরফে সরু তাকে স্থানীয় চিকিৎসালয়ে নিয়ে আসে। অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক মুক্তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ প্রদান করেন। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মুক্তাকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
 

এবিএন/রফিকুল ইসলাম/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ