আজকের শিরোনাম :

পার্বতীপুরে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৮, ১৬:০৫

“উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা সারাদেশের ন্যায় পার্বতীপুর উপজেলায় কেন্দ্রীয় বাস টার্মিনালে শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকালে পার্বতীপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৩দিন ব্যাপী মেলার ভিডিও কনফারেন্স এর মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

এ সময় পার্বতীপুর উপজেলায় উন্নয়ন মেলায় প্রাঙ্গনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেহানুল হক, সহকারী কশিনার (ভূমি) আবু তাহের মো:সামসুজ্জামান, পৌরসভার মেয়র এ জেড এম মেনহাজুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধন অনুষ্ঠানে প্রচুর দর্শক সমাবেশ ঘটে। মেলায় বিভিন্ন সরকারী-বেসরকারী বিভাগের ৫১টি স্টল স্থান পায়। এগুলোর মধ্যে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্টলটির কার্যক্রম চোখে পড়ার মতো। মেলার উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বিভিন্ন স্তরের সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন। 

এবিএন/এম এ জলিল সরকার/জসিম/নির্ঝর

এই বিভাগের আরো সংবাদ