আজকের শিরোনাম :

গোবিন্দগঞ্জে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২১, ১৬:৩৯

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিরাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের চার তলা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন ও মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত  হয়েছে।

গত শনিবার সকালে উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট এলাকায় অবস্থিত এ প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের পক্ষথেকে অতিথি কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এবং বিকালে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের বানেশ্বর বাজারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুভ উদ্বোধন ও প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান,উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ,সংসদ সদস্য'র সমন্বয়কারী কৃষিবিদ আব্দুল্লাহ্ আল হাসান চৌধুরী লিটন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বিরু, যুগ্ম-সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ সরকার, গুমানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম রিপন,উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নূরে আলম সিদ্দিকী,মাননীয় সংসদ সদস্য'র পিএ খাইরুল আলম,

উপজেলা কৃষকলীগ সভাপতি মোস্তাফিজার রহমান মুকু,রাজাহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ,বিরাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি এ.এ.এম আলতামাছুল ইসলাম প্রধান শিল্পী'র সভাপতিত্বে রাজাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা শিবলুর সঞ্চালনায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

এবিএন/তাজুল ইসলাম প্রধান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ