আজকের শিরোনাম :

লালপুরে আজিমনগর রেলওয়ে স্টেশন বন্ধ, যাত্রীদের ক্ষোভ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১, ১১:৫২

স্টেশন মাস্টারসহ অন্যান্য কর্মচারীদের অন্যত্র বদলি করে নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।

১৯৭১ সালে নর্থ বেঙ্গল সুগার মিলে পাক হানাদার বাহিনীর হাতে শহীদ মিলের তৎকাীলন প্রশাসক লে. আনোয়ারুল আজিমের নামে গোপালপুর স্টেশনের নামকরণ করা হয় আজিমনগর রেলওয়ে স্টেশন।

শুক্রবার (১৫ অক্টোবর) সকালে স্টেশনে গিয়ে দেখা যায় স্টেশন মাস্টারের রুমে তালা। দরজার পাশে সাদা কাগজে লেখা রয়েছে ‘আজ থেকে অনির্দিষ্ট কালের জন্য স্টেশন বন্ধ থাকবে।’ যাত্রীরা ট্রেনের টিকেটের জন্য এসে হতাশ হয়ে ক্ষোভ প্রকাশ করতে করতে মলিন মুখে বাড়ি ফিরে যাচ্ছেন।
তাৎক্ষনিক কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য উপাধ্যক্ষ বাবুল আকতার, লালপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর জেলা পরিষদ সদস্য বদিউর রহমান বদর, আখচাষী নেতা আনছার আলী দুলাল সহ অনেকেই।
সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় আজিমনগর রেলওয়ে স্টেশনের সকল কার্যক্রম বন্ধ করা হয়।

আজিমনগর রেলওয়ে স্টেশনের মাস্টার মুস্তাফিজুর রহমান নাঈম স্টেশন বন্ধের সত্যতা নিশ্চিত করে জানান, জনবল সংকটের কারনে বৃহস্পতিবার সারা দেশের ৪টি স্টেশন বন্ধ করা হয়েছে। তার মধ্যে আজিমনগর রেলওয়ে স্টেশন একটি।
                                
এবিএন/মোয়াজ্জেম হোসেন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ