আজকের শিরোনাম :

বরিশালে দশমী দূর্গা উৎসব

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২১, ১৭:১১

দশমী পুজার মধ্যদিয়ে দূর্গা উৎসবের শেষে দিনে বরিশাল নগরীর পুজামন্ডপগুলোতে চলছে দূর্গা মাকে বিদায়ের আনুষ্ঠানিকতা। শুক্রবার (১৫ই) অক্টোবর সকাল থেকে নগরীর পুজামন্ডপে পুর্জার কার্যক্রম শুরু করে পুরোহিতারা আর দেবীর বিদায় বিসর্জন ক্ষণে শোকাহত ভক্তরা। ভক্তরা জানান, চারদিন পুজা-অর্চনা ও আনন্দ-উৎসবে তারা কাটিয়েছেন।

আজ দেবীর বিদায় বলে তারা শোকাহত। তবে নিয়ম অনুযায়ী বিদায় দিতে হলেও তারা মায়ের কাছে প্রার্থনা করেছেন করোনা মহামারি থেকে বিশ্ববাসীর মুক্তি। মন্ডপের পুরোহিতরা জানায়, আজ দশমী পুজা হচ্ছে। এই দিনে দর্পন বিসর্জন, নারায়ন পুজা, দূর্গা পুর্জা ও বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে শারদীয় দূর্গা উৎসব।


এবিএন/আরিফ হোসেন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ