আজকের শিরোনাম :

মানিকগঞ্জের যমুনায় একদিনের ব্যবধানে ধরা পড়লো ২ ডলফিন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ১০:১০

মানিকগঞ্জে গত দুই দিনে জেলেদের জালে ২টি ডলফিন ধরা পড়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের যমুনা নদীতে ১টি ডলফিন ধরা পড়ে।

জেলেরা জানায়, মাছ ধরার সময় তাদের জালে ডলফিনটি ধরা পরে।

এ ছাড়া এর আগে গত সোমবার (১১ অক্টোবর) দৌলতপুর উপজেলার চরকাটারি বোর্ড ঘর এলাকায় যমুনা নদী থেকে আরও ১টি ডলফিন ধরা পরে।

দৌলতপুর উপজেলা মৎস্য সম্পদ কর্মকর্তা রনি সাহা জানায়, ডলফিন ২টি ধরা পড়ার বিষয়ে তারা কিছু জানেন না। তবে যমুনা নদীতে বর্তমানে কিছু কিছু ডলফিন দেখা যাচ্ছে।

মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মহম্মদ সাইফুর রহমান বলেন, যমুনা নদীতে অবাধে স্পিডবোড, ট্রলার ও বড় বড় নৌকা চলাচল করায় ডলফিনগুলো হয়তো পাড়ে চলে আসছে। এসব নৌযানের কারণে ডলফিন আঘাতপ্রাপ্ত হতে পারে।
 
এবিএন/মো: সোহেল রানা খান/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ