আজকের শিরোনাম :

মানিকগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২১, ১৪:৫৭

মানিকগঞ্জের শিবালয়ে গ্রামবাসীর গণপিটুনিতে আতাউর রহমান নয়ন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মো. লিটন মোল্লা নামের আরো একজন।

গতকাল সোমবার (১১ অক্টোবর) দিনগত রাতে উপজেলার বকচর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী তাদের ডাকাত বললেও পুলিশ বলছে চোর।
নিহত আতাউর দৌলতপুর উপজেলার খলিশি এলাকার বাসিন্দা। আহত লিটন সদর উপজেলার নিতরার বাসিন্দা।


গ্রামবাসী জানায়, রাতে আটুল সাহার বাড়িতে ৫ থেকে ৬ জনের ডাকাত দল ঢুকে পড়ে। ডাকাত সদস্যরা ওই বাড়ির নারীসহ ৩ জনকে মারধর করে লুটের মাল নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে আশেপাশের প্রতিবেশীরা জড়ো হয়।
মালামাল নিয়ে কয়েকজন পালিয়ে যেতে পারলেও ২ জনকে ধরে গ্রামবাসী গণপিটুনি দেয়। এতে আতউর রহমান ঘটনাস্থলে মারা যায় এবং লিটন মোল্লা আহত হয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর বলেন, চুরির উদ্দেশ্যে ৩ জন মিলে ওই এলাকার একটি বাড়িতে যায়। এ সময় এলাকাবাসীর গণপিটুনিতে একজন নিহত হয় ও আরেকজন আহত হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 

এবিএন/সোহেল রানা খান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ