রাজারহাটে পালাগান ও গণনাটক উৎসব

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৮, ১৬:৫০

কুড়িগ্রামের রাজারহাটে লোকজ সংস্কৃতি চর্চা ও বিকাশের লক্ষ্যে পল্লী কর্ম সহায়ক (পিকেএসএফ) ও আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত ‘সাংস্কৃতিক ও ক্রীড়া’ কর্মসূচির আওতায় পালাগান ও গণনাটক উৎসব প্রতিযোগিতার আয়োজন করা হয়।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আরডিআরএস কুড়িগ্রাম-এর ইনচার্জ, কর্মসূচি ব্যবস্থাপক (ক্ষুদ্রঋণ) মো. আব্দুল গণির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মুহ: রাশেদুল হক প্রধান।

বিশেষ অতিথি ছিলেন-সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান, রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার, জেলা শিল্পকলা একাডেমির সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, সদর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক আব্দুল খালেক ফারুক, জেলা পরিষদ সদস্য আব্দুস ছালাম প্রমূখ। পরে অংশগ্রহণকারী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

 

এবিএস/রনজিৎ কুমার রায়/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ