আজকের শিরোনাম :

সুনামগঞ্জে আনসারদের গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২১, ১৯:২৭

সুনামগঞ্জ সদর উপজেলার আনসার ও ভিডিপি এর অধীনে ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ছাদকপুর উচারগাঁও কলিম শাহ বাউল সংঘ কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষনার্থীদের দক্ষ মানবসম্পদ ও প্রশিক্ষিত জনবল হিসেবে গড়ে তোলাই ছিল প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। ২৯ সেপ্টম্বর থেকে শুরু হয়ে ১০ দিনই প্রশিক্ষণে জেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত থেকে উৎসাহ ও দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন।

বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা উত্তম কুমার রায়, উপ-পরিচালক ফায়ার ও ডিফেন্স কর্মকর্তা, সহকারি পরিচালক মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সাজেদুল হাসান, সদর থানা অফিসার ইনচাজ মোঃ সহিদুর রহমান, সদর শাখার ব্যবস্থাপক আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক কর্মকর্তা , উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল ওয়াহাব, কলিম শাহ বাউল সংঘের উপদেষ্টা আব্দুল হান্নান প্রমুখ। উল্লেখ্য এই প্রশিক্ষণে ছেলে-মেয়ে ৬৪ জন প্রশিক্ষানার্থী অংশ গ্রহন করেছেন।


এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ