আজকের শিরোনাম :

কালিহাতীতে দুর্গাপূজা উপলক্ষ্যে পুলিশের সঙ্গে মতবিনিময় সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২১, ১৫:৫৫

কালিহাতী উপজেলার সনাতন ধর্মালম্বীদের প্রধান অনুষ্ঠান শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্তে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) দুপুরে থানা চত্বরে  আসন্ন দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্ধের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কালিহাতী সহকারী পুলিশ সুপার সার্কেল শরিফুল হক,  উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ গনেশ সাহা,সাধারণ সম্পাদক পরিতোষ সেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল মালেক ভুইয়া, কালিহাতী পৌরসভার মেয়র নুরুন্নবী সরকার প্রমুখ।

এসময় উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি মানিক সাহা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দাশ পবিত্রসহ উপজেলার পূজারি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালিহাতী উপজেলায় ১৩ ইউনিয়ন ও দুইটি পৌরসভায় ১৮২টি পূজা মন্ডপে উদযাপন উপলক্ষ্যে ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে শান্তিপূর্ণ্য পরিবেশে পুজা অর্চনা সমাপ্ত করার লক্ষ্যে থানা পুলিশ সার্বিক ভাবে প্রস্তুত রয়েছে। পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করনে তিনি।

পূজার নিরাপত্তায় পূজা চলাকালীন সময়ে প্রতিটি পূজা মন্ডপে দ্বায়িত্ব বিটি পুলিশং ও মোবাইল কোট পরিচালনা করা হবে। পাশাপাশি আনসার বাহিনীর সদস্যগণ নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন।

 

এবিএন/তারেক আহমেদ/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ