আজকের শিরোনাম :

জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে আওয়ামী লীগ এমপি‘র বিরুদ্ধে অপপ্রচার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৮, ১০:৫০

ঠাকুরগাঁও-২ আসনের ৬ বারের নির্বাচিত  সরকার দলীয় এমপি আলহাজ¦ দবিরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে  কিছু স্বার্থলোভী ব্যক্তি ভুল তথ্য সরবরাহ করে গত কয়েকদিন থেকে দৈনিক প্রথম আলো পত্রিকাসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একেরপর এক মিথ্যা বানোয়াট ও ভূয়া সংবাদ প্রচার করে যাচ্ছে। এতে স্থানীয় এমপি দবিরুল ইসলামের ভাবমুর্তি ক্ষূন্য হচ্ছে।

এরই প্রেক্ষিতে ঠাকুরগাঁও-২ আসনের স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী মহিলালীগ, তাতীলীগ, শ্রমিকলীগ, ওলামালীগ, সেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সহযোগি সংগঠনের ব্যানারে এসব মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার (২ অক্টোবর) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা চত্ত্বরে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী মহিলালীগ, তাঁতীলীগ, শ্রমিকলীগ, ওলামালীগ, সেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সহযোগি সংগঠনের ব্যানারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম।

শফিকুল ইসলাম বলেন ব্যাপক জনপ্রিয়তার কারণে আমাদের এই প্রিয় নেতা দবিরুল ইসলাম ১৯৭২ সাল থেকে পরপর ৩বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।পরবর্তীতে (১৯৮৬-২০১৪) জাতীয় সংসদ নির্বাচনে টানা ৬ বার এমপি নির্বাচিত হন।বর্তমানে তিনি জেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।দবিরুল ইসলাম একজন বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবার মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন।মুক্তিযুদ্ধে অংশ গ্রহণের জন্য তার পিতা শহীদ আকবর আলীকে রাজাকারদের সহযোগিতায় পাক হানাদার বাহিনী ধরে নিয়ে যায় এবং অদ্যাবধি তিনি আর আমাদের মাঝে ফিরে আসেননি।তিনি আরো বলেন আওয়ামী রাজনীতি অঙ্গনে দবিরুল ইসলাম ও তার পরিবারের ব্যাপক অবদান থাকায়, তার পরিবারের মানহানী করার জন্য একটি মহল জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করতে বিভিন্ন প্রকার গুজব ছড়িয়ে বেড়াচ্ছে। এ সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব মিথ্যা সংবাদ ও গুজবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও এমপি দবিরুল ইসলামের বড় ছেলে প্রভাষক মাঝহারুল ইসলাম সুজন, বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগ সভাপতি মোমিনুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, বড়বাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ আকরাম আলী, বালিয়াডাঙ্গী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আকরাম জুয়েল সহ বিভিন্ন ইউনিয়ন শাখার আওয়ামী লীগ ও যুবলীগের ৩০জন সভাপতি এবং সাধারণ সম্পাদক, বালিয়াডাঙ্গী, রানীশংকৈল  ও হরিপুর উপজেলার নৌকা প্রতীকে নির্বাচিত ১২ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জেলা পরিষদ সদস্য, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, তাঁতী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ, বঙ্গবন্ধু পরিষদসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

এবিএন/কবিরুল ইসলাম কবির/জসিম/নির্ঝর

এই বিভাগের আরো সংবাদ