আজকের শিরোনাম :

পাঁচবিবিতে মিথ্যা মামলায় জড়িয়ে নিরীহ মানুষকে হয়রানীর অভিযোগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০১৮, ২২:১৮

পাঁচবিবিতে মিথ্যা মামলায় জড়িয়ে নিরীহ মানুষকে হয়রানী সহ জানমালের ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে।  

অভিযোগ ও থানার জিডি সূত্রে সরজমিনে গেলে ভূক্তোভোগী পরিবারের সদস্যরা জানান, জয়পুরহাট সদর উপজেলার কয়তাহার গ্রামের মৃত অমেদ আলীর পুত্র আঃ রহিম(৪৫) জয়পুরহাট আদালতে (জিআর ৪৬৬/১৮-পাঁচ নং) মামলার বিবরণে যে সব ঘটনার কথা উল্লেখ করেছেন তা সব যোগসাজশী ও হয়রানী মূলক।

এমনকী মামলাতে ঘটনার তারিখ ২০১৬-১৭ সালের উল্লেখ করলেও গত ৩ মাস পূর্বে রায়গ্রামের আঃ বারিক (৪৫) ও রুবিন বেগম (৪০) এর কন্যাকে বিবাহকারী জামাই স্থানীয় এনজিও কর্মরত রায়গ্রামের পুকুর পাড়ের মান্নান মন্ডলের পুত্র লেবু মিয়া (২৫) কে বিবাদী করেছেন।  

মামলা বিষয়ে বাদী আঃ রহিমের সঙ্গে কথা বলতে কয়তাহার গ্রামে গেলে তাকে পাওয়া যায়নি।  মোবাইল ফোনে কথা বলতে চাইলেও তিনি কথা বলতে রাজি হননি।

এবিএনসজল কুমার দাস//জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ