আজকের শিরোনাম :

কাপাসিয়ায় ১১ জনের বিপরীতে নৌকার জন্য ৬৭ জনের লড়াই

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২১, ১৩:২৪

দ্বিতীয় দফা তফসিল ঘোষণার পর গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ১১ ইউনিয়নের  আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পাওয়ার জন্য মরিয়া হয়ে লড়ছেন প্রার্থীরা।

চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে আবেদন পত্র জমা দিয়েছেন ৬৭জন।
 
গত ২ অক্টোবর শনিবার রাতে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেন।

সিংহশ্রী ইউনিয়ন ৮ জন, রায়েদ ইউনিয়ন ৪ জন, টোক ইউনিয়নে ৮ জন, বারিষাব ইউনিয়ন ৫ জন,ঘাগটিয়া ইউনিয়ন ৬ জন সন্মানিয়া ৬ জন, কড়িহাতা ইউনিয়ন ৩ জন তরগাঁও ইউনিয়ন ৫ জন, কাপাসিয়া ইউনিয়নে ৬জন, দূর্গাপুর ইউনিয়নে ৯ জন,চাঁদপুর ইউনিয়নে ৬ জন, দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

কাপাসিয়া উপজেলার আওয়ামী লীগের রাজনীতি মূলত এমপি কেন্দ্রীক। সিনিন হোসেন রিমি এমপি ও বাংলাদেশ আওয়ামী কাপাসিয়া শাখার সুপারিশ মোতাবেক গত বছর ১১ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীদের মধ্যে  ৯ জন প্রার্থী বিজয়ী হোন। ২ জন বিদ্রোহী জয় লাভ করেন। এ বছর প্রার্থী নির্নয়ে ভুল করলে গত বারের মতো বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হবেন বলে একটি সূত্র জানায়।

ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ এ কাপাসিয়া উপজেলা ১২৪ টি কেন্দ্রের মধ্যে মোট ভোটার ২৮৫১৬০ জন, পুরুষ ভোটার ১৪১০৭৩ জন ও মারী ভোটার ১৪৪০৮৭ জন।

এবিএন/নুরুল আমিন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ