আজকের শিরোনাম :

কাপাসিয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় ফরম বিক্রি শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২১, ১১:৪৯

বিপুল উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য  ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাজীপুর জেলার কাপাসিয়া আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীদের ফরম বিক্রি শুরু হয়েছে।

গত ১ অক্টোবর শুক্রবার সকাল জাতীয় সংসদ সদস্য ও  আওয়ামী লীগ নেতা সিমিন হোসেন রিমি এমপি নির্দেশনা মোতাবেক কাপাসিয়া উপজেলার আওয়ামী দলীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিক ভাবে ফরম বিক্রি  শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলার আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ্, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, আসাদুজ্জামান, মাহাবুর উদ্দিন, আতিকুল ইসলাম, রওশন আরা সরকার, মাজহারুল ইসলাম লেলিন, জসিম উদ্দিন, ইমান উল্লাহ শেখ, এমদাদুল হক, হাবিবুল্লাহ  প্রমুখ।

১১ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী সভাপতি, সাধারণ সম্পাদকসহ তরুণ প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহে বেশী আগ্রহ  দেখা যায়।

সিংহশ্রী ইউনিয়ন আল আমীন, মিলন, শফিক কাইয়াসহ অনেকে, টোক ইউনিয়নে  জলিল, খালেক আমান উল্লাহ সহ অনেকে, রায়েদ ইউনিয়নে হিরন মোল্লা, মুনমুন ও আল আমীন, বারিষাব ইউনিয়ন বাবলু, সুলতান উদ্দিন ও রমিজ  সরকারসহ অনেকে, ঘাগটিয়া ইউনিয়নে সেলিম, রিপন ও পিন্টুসহ অনেকে  কড়িহাতা ইউনিয়নে আলম, মতি ও আসলাম, সন্মানিয়া ইউনিয়নে সাহাদাত, আঃহক, মালেক, মিজানসহ অনেকে, তরগাঁও ইউনিয়নে আইবুর সিকদার, সাইফুল  মোল্লা, রাসেল দুর্গাপুরে ইউনিয়নে গাফফার, বিনোদ, জাহাঙ্গীর, শহীদুলসহ অনেকে, কাপাসিয়া ইউনিয়নে সাখাওয়াত, জামাল দর্জী, মজিদ ও সোহরাব হোসেন , চাঁদপুর ইউনিয়নে মিজানুর স্যার, রফিক স্যার ও ইকবালসহ অনেকে।

একমাত্র নারী প্রার্থী হিসেবে রায়েদ ইউনিয়ন পরিষদের ৫ বার নির্বাচিত প্রয়াত চেয়ারম্যান আওয়ামী নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই এর কন্যা আমিনা খাতুন মুনমুন দলীয় সংগ্রহ করেছেন।

কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিয়নে উপজেলা নির্বাচন অফিসার আবুল বাশার,  নির্বাচন অফিসার টংগী সাকেল ওমর ফারুক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা মো রাশেদুজ্জামান মিয়া, কৃষি অফিসার সুমন কুমার বসাক ও সিনিয়র  উপজেলা মৎস্য অফিসার মো হারুন আর রশিদ নির্বাচনে রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করবে বলে উপজেলা নির্বাচন অফিস তথ্য নিশ্চিত করেন।

এবিএন/নূরুল আমীন সিকদার/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ