আজকের শিরোনাম :

কাপাসিয়ায় মা ও শিশু কল্যাণ কেন্দ্র সেবা কার্যক্রম উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০১৮, ১৫:৪৪

কাপাসিয়ায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে পাবুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র সেবা কার্যক্রম আজ  ০২রা অক্টোবর দুপুরে উদ্বোধন করেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সিমিন হোসেন রিমি এমপি।

রিমি এমপি বলেন, সৈয়দা জোহরা তাজউদ্দীন মাও শিশু স্বাস্থ্য কার্ডের মাধম্যে গর্ভবতী মায়েরা বিনা মূল্যে ৫ বছর সেবা পাবেন। গত বছর ২২ শত মা নিরাপদে সন্তান প্রসব করেছে কেউ মারা যায়নি। সকলের সহযোগিতায় আধুনিক কাপাসিয়া গড়তে চাই। শেখ হাসিনার সরকার স্বাস্থ্য খাতে অনেক সফলতা বয়ে এনেছে।  সরকারের এ সাফল্য আমরা গর্বিত। নরীদের বিনা মূল্যে সেলাই, মৌ চাষ, মাশরুম চাষ, গবাদী পশু ও মৎস্য চাষ প্রশক্ষিণ গ্রহন করে দেশের উন্নয়নের জন্য কাজে লাগাতে আহবান জানান।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আ’লীগ নেতা হাদিউল ইসলাম হাদি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাঃ আবু হাসান মোস্তফা, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, অ্যাড. এরশাদ সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা শামিমা আক্তার, ইউপি সদস্য কানিজ ফাতেমা রুহিতা, নারী নেত্রী উম্মে কুলসুম শিল্পি, ফার্মাসিস্ট সোহরাব হোছাইন, পরিবার পরিকল্পনা পরিদর্শক জাহিদুল ইসলাম প্রমুখ।

 

এবিএন/নুরুল আমীন সিকদার/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ