আজকের শিরোনাম :

সিদ্ধিরগঞ্জে বিশেষ গণ টিকা কর্যক্রম অনুষ্ঠিত, টিকা পেল ১৩ হাজার ৯শ জন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে উপলক্ষে বিশেষ গণ টিকা কার্যক্রমের আওতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় মোট ১৩ হাজার ৯শ জনকে টিকা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিকে ৯টি ওয়ার্ডে মোট ২৮টি বুথে এ কার্যক্রম শুরু হয় যা টিকা শেষ হওয়া পর্যন্ত চলমান থাকে। ২৫ বছরের বেশি বয়সী যারা আগেই টিকার জন্য নিবন্ধন করেছিলেন তাদের টিকার প্রথম ডোজ দেওয়া হচ্ছে।

নাসিক সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে সিদ্ধিরগঞ্জ থানাধীন ১ নাম্বার ওয়ার্ডে ২৫০০টি, ২ নাম্বার ওয়ার্ডে ১৫০০টি, ৩ নাম্বার ওয়ার্ডে ২০০০টি, ৪ নাম্বার ওয়ার্ডে ১৫০০টি, ৫ নাম্বার ওয়ার্ডে ১৫০০টি, ৬ নাম্বার ওয়ার্ডে ১০০০টি, ৭ নাম্বার ওয়ার্ডে ১২০০টি, ৮ নাম্বার ওয়ার্ডে ১২০০টি এবং ৯ নাম্বার ওয়ার্ডে ১৫০০টি ডোজ চীনা সিনোফার্মের টিকা দেওয়া হয়।

টিকা নিয়ে নাসিকের ৫নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রহমান বলেন, সকালে এসে টিকার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে ১৫ মিনিটের মধ্যে টিকা পেয়েছি। কারণ আগের মতন এখনে এতো চাপ নেই।

নাসিক ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহ জালাল বাদল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ গণ টিকা কার্যক্রম মানুষের মধ্যে ভালো সারা দিয়েছে। সকাল থেকেই সাধারণ মানুষর টিকা নিতে বুথে এসে দাঁড়িয়েছে এবং স্বল্প সময়ের মধ্যেই তারা টিকা পেয়েছেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেডিক্যাল অফিসার শেখ মোস্তফা আলী বলেন, টিকা কেন্দ্রের বুথগুলোতে মানুষের ভীড় ছিলো। তবে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত বুথ থাকায় মানুষ অতি সহজেই কোনো রকমের ঝামেলা ছাড়া টিকা গ্রহণ করেছেন। প্রতিটি ওয়ার্ডে চাহিদা অনুযায়ী টিকা দেওয়া হয়েছে।
 

এবিএন/ইমন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ