আজকের শিরোনাম :

ফরিদপুরে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২১, ১৪:১৭

ফরিদপুরে বিশ্ব ব্যাংক, ইফাদ ও ইউএস এ আইডি-র আর্থিক সহায়তায় পরিচালিত ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রকল্প (এনএটিপি-২) এর আওতায় দিনব্যাপী আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে শহরের মেজবান পাটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ফরিদপুরের জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: নুরুল্লাহ মো: আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন, ঢাকা বিভাগীয় প্রাণিসম্পদ বিভাগের পরিচালক ডা: মো: আফাজ উদ্দিন মিয়া।

কর্মশালায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ডা: দীপক রঞ্জন রায়, ডা: মোহাম্মদ সালেইউদ্দিন খান।

কর্মশালায় ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, ভোলা, পিরোজপুর, গোপালগঞ্জ ও মাগুরা জেলার জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ভেটেরেনারী সার্জন এবং প্রকল্পের লাইভষ্টক এক্সটেনশন অফিসারবৃন্দ অংশগ্রহণ করেন।

এই প্রকল্পের আওতায় ৮টি জেলার বিগত ২০২০-২০২১ অর্থ বছরের বাস্তবায়িত বিভিন্ন কর্মকান্ডের বাস্তবায়ন, অগ্রগতি ও ২০২১-২২ অর্থ বছরের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

দিনব্যাপী এই কর্মশালা পরিচালনা করেন ফরিদপুর সরকারি দুগ্ধ খামারের উপপরিচালক ডা: অরুন কুমার সাহা।

এবিএন/কে এম রুবেল/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ