আজকের শিরোনাম :

লায়ন্স ক্লাব অব ফরিদপুুর সিটির সুরক্ষা সামগ্রী বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩১

ফরিদপুরে লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটির নিয়মিত সেবা কর্মসূচির অংশ হিসাবে বাস স্টান্ডের যাত্রী, চালক, হেলপার, অটো চালক, যাত্রী, রিক্সা চালকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে। সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিলো মাস্ক ও হ্যান্ডসেনিটাইজার।

রবিবার দুপুরে শহরের গোয়ালচামট পুরাতন বাস স্টান্ড ও পৌর বাসস্ট্যান্ডে সুরক্ষা সামগ্রী বিতরণ করেন ক্লাবের প্রেসিডেন্ট লায়ন মহাসিন শরীফ।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক লায়ন মো. মোস্তফিজুর রহমান লাবলু, লায়ন রাহাত হাসান লিমন, লায়ন কাজী সাইফুর রহমান, লায়ন মো: ইলিয়াছ হাওলাদার, লায়ন পারভেজ খান প্রমুখ।

লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটির প্রেসিডেন্ট লায়ন মহাসিন শরীফ বলেন, আমরা মনবতার সেবায় কাজ করি। সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে আমাদের সাধ্যমতো চেষ্টা করি সহযোগিতা করার জন্য। তারই অংশ হিসাবে করোনার হাত থেকে জনগনকে সচেতন করার লক্ষে আজ বিভিন্ন শ্রেণী পেশার তিন হাজার মানুষের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

এবিএন/কে এম রুবেল/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ