আজকের শিরোনাম :

ডিমলায় সরকারের উন্নয়ন বিষয়ে জনগণকে অবহতিকরণে প্রেস ব্রেফিং

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ২১:১০

নীলফামারী জেলার ডিমলা উপজেলা পরিষদের মিলায়তনে আজ শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় জেলা তথ্য অফিস কর্তৃক সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহতিকরণ ও উর্দ্বৃত্তকরণ এবং উন্নয়ন কার্যক্রম সম্পৃত্ত করণের লক্ষ্যে প্রেস ব্রেফিং করেন জেলা তথ্য অফিসার মো: মামুন অর রশীদ।

এ সময় জেলা সহকারী তথ্য অফিসার প্রকাশ চন্দ্র রায় ও ডিমলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি- মোঃ বাদশা সেকেন্দার ভুট্টু সহ সদস্যবৃন্দ ও ডিমলা প্রেসক্লাবের সাংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।  ব্রেফিং এ- সরকারের বিশেষ অর্জন ও সাফল্য তুলে ধরেন।  

অর্জনগুলো হলো- একটি বাড়ি একটি খামার, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ গঠন, শিক্ষা সহায়তায় কর্মসূচীর আওতায় বিনামূল্যে পুস্তক বিতরণ সহ উপবৃত্তি প্রদান, নারী ক্ষমতায়ন, ২০২১ সালের মধ্যে ২৩ হাজার মেগাওয়ার্ট বিদ্যুৎ ঘরে ঘরে পৌছে দেওয়া, গ্রামগঞ্জে ও পল্লী এলাকায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে কমিউনিটি ক্লিনিক ও মাতৃস্বাস্থ্য কেন্দ্র স্থাপন, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীণ ভাতা ইত্যাদি সামাজিক নিরাপত্তা কর্মসূচী গ্রহন, বৈদেশিক বিনিয়োগের সু-ব্যবস্থা নিশ্চিত করণ, কৃষিতে  কৃতিত্ব এবং খাদ্য স্বয়ংসম্পন্ন অর্জন, টেকসই উন্নয়ন জলবায়ু তহবিল গঠন করে পরিবেশ সুরক্ষা প্রদান।

এ ছাড়াও পদ্মাসেতু ও মেট্রোরেল প্রকল্প গ্রহন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের বাংলাদেশের সাহসী এবং অগ্রগতিশীল উন্নয়ন কৌশল গ্রহনের ফলে যা সামগ্রিক, অর্থনীতিক প্রবৃদ্ধি, কাঠামোগত রূপান্তর উল্লেখযোগ্য সামাজিক অগ্রগতির মাধ্যমে বাংলাদেশকে দ্রুত উন্নয়নের পথে এগিয়ে নিয়েছেন।    

এবিএন/বাদশা সেকেন্দার (ভুট্টু) /জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ