আজকের শিরোনাম :

তজুমদ্দিনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৪

যথাযথ উৎসাহ উদ্দীপনার সাথে ভোলার তজুমদ্দিনে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস।‘মুক্ত সমাজের জন্য উত্তম আইন: টেকসই উন্নয়নে তথ্যে অভিগমন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়েছে দিবসটি।

উপজেলা প্রশাসন ও বেসরকারী সংস্থা কোস্ট ট্রাস্টের উদ্যোগে গতকাল শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকালে একটি র‌্যালি বের করা হয়।  র‌্যালিতে ছাত্র, শিক্ষক, রাজনীতিবিদ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহন করে।

উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার দাসের নেতৃত্বে র‌্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।  র‌্যালি শেষে জলবায়ু ফোরামের পক্ষ হতে উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদান করা হয়।  এরপর তথ্য অধিকার সম্পর্কে আলোচনা সভায় বক্তারা অবাধ তথ্যপ্রবাহের বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি মোঃ রুবেল চৌধুরী, কোস্ট ট্রাস্টের প্রোগ্রাম অফিসার রাজীব ঘোষ, ফোরামটির সাধারন সম্পাদক মোঃ শামীম, মোঃ সরোয়ার, মারুফা বেগম প্রমুখ।

এবিএন/চপল রায়/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ