আজকের শিরোনাম :

ফরিদপুরের শীর্ষ সন্ত্রাসীসহ আটক ৩

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২৪

ফরিদপুরে র‌্যারে অভিযানে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আরাফাত হোসেন জুয়েল ওরফে ভাগনে জুয়েল (৩৮)সহ তিন জনকে আটক করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি, ১টি চাপাতি, ২টি ধারালো চাকু, ১১৫ পিস ইয়াবা, ১টি পাসপোর্ট উদ্ধার করা হয়।

আজ শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার সময় ফরিদপুর শহরতলীর ব্রাহ্মনকান্দা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- আরাফাত হোসেন জুয়েল ওরফে ভাগনে জুয়েল (৩৮), মোছা. ফারজানা আক্তার (২৮) এবং আরিফুল ইসলাম (৩৫)।

এ বিষয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, আটককৃত ফরিদপুরের শীর্ষ সন্ত্রাসী ভাগনে জুয়েলের নামে বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে। এর মধ্যে হত্যা, অস্ত্র, মাদক এবং সন্ত্রাসীকর্মকান্ডে মামলা রয়েছে।

তিনি আরো বলেন, জুয়েলের অপর সহযোগী ফারজানা ও আরিফের নামে চারটি মাদক মামলা রয়েছে। আটকৃত সকলের বাড়ীই ফরিদপুরের সদরের।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি, ১টি চাপাতি, ২টি ধারালো চাকু, ১১৫ পিস ইয়াবা, ১টি পাসপোর্ট উদ্ধার করা হয়।

এবিএন/রুবেল/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ