আজকের শিরোনাম :

তাড়াইলে অটোরিকশা নদীতে পড়ে নিহত ১

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৬

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার চরতালজাঙ্গা এলাকার সড়কঘাটা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ব্যাটারি চালিত  অটোরিকশা নুরসন্দা নদীতে পড়ে নিহত -১ আহত- ৪।

জানা গেছে,আজ (৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরে  উপজেলার বাশাটি গ্রামের আত্মীয়র বাড়ি থেকে নান্দাইল উপজেলার সুন্দিরবন গ্রামে যাওয়ার পথে তালজাঙ্গা ইউনিয়নের চরতালজাঙ্গা এলাকার সড়কঘাটা নামকস্থানে  দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে  নিয়ন্ত্রণ হারিয়ে ৫ জন যাত্রীসহ ব্যাটারি চালিত অটোরিকশাটি প্রায় ২০ফুট গভীরে নরসুন্দা নদীতে পড়ে যায়।তাৎক্ষণিক স্থানীয় লোকজন ৪ জনকে গুরুতর আহত অবস্থায়   উদ্ধার করে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।ওই ঘটনায় ৪ জনকে উদ্ধার করা হলেও নোহা নামের  ৪ বছরের  শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি ।

খবর পেয়ে কিশোরগঞ্জের ফায়ার সার্ভিসের একদল ডুবুড়ি বেলা আড়াইটা থেকে নোহার লাশ খুঁজাখুঁজি শুরু করে নদীতে স্রোত বেশি থাকায় বিকাল  ৪টা ৩০ মিনিটের দিকে  নোহার মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।নিহত নোহা ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সুন্দিরবন গ্রামের রমজান ভূঁইয়া মেয়ে।

তাড়াইল থানার এ এস আই ফজলুল হক জানান,খবর পেয়েই ফোর্স নিয়ে  ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজে সহযোগীতা করি।

অনেক খুজাখুজির পর বিকাল সাড়ে ৪ টার দিকে কিশোরগঞ্জের ডুবুরী দল নোহা নামে ৪ বছরের শিশুর মৃতদেহ উদ্ধার করে।


এবিএন/সুমন মিয়া/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ