আজকের শিরোনাম :

মানসম্মত শিক্ষা দিতে শিক্ষকদের যত্নশীল হতে হবে: ডেপুটি স্পীকার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২২

শিশুদের মানসম্মত শিক্ষা দিতে শিক্ষকদের যত্নশীল হতে হবে বলে মন্তব্য করেছেন, জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এম.পি। আজ শুক্রবার (২৮ সেপ্টেম্বর) গাইবান্ধার সাঘাটা উপজেলার রামনগর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, দেশবরন্য অধিকাংশ ব্যক্তিরাই গ্রাম থেকে উঠে এসেছে। বিগত দিনে গ্রামের এই সব স্কুলের উন্নয়নে সরকার অনেক কাজ করেছে।  আগামীতে আবারও আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে শিক্ষা খাতে আরো বেশী বেশী উন্নয়ন হবে।

রামনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার উজ্বল কুমার ঘোষ, সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নাজমুল হুদা দুদু, শাহ মোঃ মোখলেছ প্রমুখ।

এবিএন/আসাদ খন্দকার/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ