আজকের শিরোনাম :

আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই উন্নয়ন করা সম্ভব হচ্ছে : মুজিবুল হক এমপি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৮

কিশোরগঞ্জ-৩(তাড়াইল–করিমগঞ্জ) আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড.মুজিবুল হক চুন্নু বলেছেন, বাংলাদেশ আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলেই আমরা উন্নয়নমূলক কাজ করার সুযোগ পেয়েছি তাছাড়া সম্ভব হতো না। কিশোরগঞ্জের তাড়াইল হেডকোয়াটার হতে নীলগঞ্জ জিসি রাস্তায় ৮৭৪২ মি: চেইনেজে ১৫ মি:দীর্ঘ আরসিসি গার্ডার  নবনির্মিত ব্রীজ  উদ্বোধনকালে এমপি এসব কথা বলেন।

আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর ) সকালে উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের শেষ সীমানা তাড়াইল টু নীলগঞ্জ জিসি রাস্তার উপর স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের অর্থায়নে ১ কোটি ২৬ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত ১৫ মিটার ব্রীজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৩ ( তাড়াইল – করিমগঞ্জ) আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড.মুজিবুল হক চুন্নু।

নবনির্মিত ব্রীজ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.জহিরুল ইসলাম ভূঁইয়া  শাহীন, এমপি এ্যাড. মুজিবুল হক চুন্নু’ র তাড়াইল করিমগঞ্জের রাজনৈতিক সমন্বয়কারী ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় উপ-কমিটি সম্মানিত সদস্য মো.আমিরুল ইসলাম খান বাবলু, উপজেলা প্রকৌশলী মো.রফিকুল ইসলাম, তাড়াইল উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো.ইসমাঈল হোসেন সিরাজী, তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো.জয়নাল আবেদীন সরকার, দামিহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মনিরুল হক আজাহার,  জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক মো.ফরিদুজ্জামান বাদল,উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মো.আশরাফুল ইসলাম রুবেল,উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক রাজু সিকদারসহ  আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতাকর্মী বৃন্দ।

 

এবিএন/সুমন মিয়া/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ