আজকের শিরোনাম :

আখাউড়ায় সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের মানবন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৩১

আখাউড়ায় সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতার লক্ষ্যে মানববন্ধন ও লিফলেট বিতরণ করেছে রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় ওই বিদ্যালয় থেকে বাইপাস পর্যন্ত সড়কে এ কর্মসূচি পালিত হয়।

এসময় সড়কের উভয় পাশে পাঁচ শতাধিক ছাত্রছাত্রী জনসচেতনতামূলক বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধন করে এবং পথচারি ও চালকদের  মাঝে সচেতনতামুলক লিফলেট বিতরণ করে।

এসব প্ল্যাকার্ড ও লিফলেটে লেখা ছিল- ‘চালকের লাইসেন্স ও ফিটনেস বিহীন গাড়ি চালানো বন্ধ চাই, নিরাপদ সড়ক চাই’ তাড়াহুড়া করে রাস্তা পার হবো না, ‘একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না’। নিজে ট্রাফিক আইন মেনে চলি, অপরকে আইন মানতে উদ্বুদ্ধ করি। প্রায় ৩০ মিনিটব্যাপী এ কর্মসূচি পালিত।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতার উদ্দেশে এ কর্মসূচি পালন করা হয়েছে। ছাত্রছাত্রীরা ৫ শতাধিক লিফলেট বিতরণ করেছে বলে জানান তিনি।

এবিএন/হান্নান খাদেম/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ