আজকের শিরোনাম :

কটিয়াদীতে বিক্রি বেড়েছে মাছ ধরার সামগ্রীর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২১, ১৮:৫৫ | আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১৯:১০

 কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা হাট-বাজারগুলোতে জমে উঠেছে মাছ ধরার সামগ্রী বিক্রি। গত কয়েকদিনের টানা বর্ষণের ফলে বাড়তে শুরু করেছে উপজেলার নদ-নদী, খাল-বিলের পানি। এদিকে পানি বাড়তে শুরু করায় মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন উপজেলার মাছ শিকারিরা।

বৃহস্পতিবার কটিয়াদীর সাপ্তাহিক হাট ঘুরে দেখা যায়, বিক্রি বেড়েছে মাছ ধরার সামগ্রী পলো, চাঁই, উইন্যা, আন্টা, ছিপের। এ সময় পাট পট্রি রোড মাছ ধরার সামগ্রী বিক্রেতা মো: জসিম মিয়া জানান, এ বছর ভরা বর্ষা মৌসুমে বৃষ্টি না থাকায়, মাছ ধরার সামগ্রী বিক্রি ছিল কম। তবে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি অব্যাহত থাকায় হাওরসহ নদ-নদীর পানি বাড়ায় মাছ শিকারির এখন মাছ ধরার সামগ্রী কিনে নিয়ে যাচ্ছেন। তিনি আরো জানান, বড় সাইজের পলো ৪৫০-৫০০ টাকা, মাঝারি সাইজের পলো ৩৫০-৪০০ টাকা ও ছোট সাইজের পলো ২০০-৩০০ টাকা করে বিক্রি করছেন। আর চাঁই, উইন্যা, আন্টা সাইজভেদে দেড়শ থেকে দু’শত টাকা করে প্রতিটি বিক্রি করছেন।

 জানা যায়, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে উপজেলার অনেক ছোট-বড় পুকুর তলিয়ে গেছে। ফলে মাছ ধরায় মেতেছে ছোট-বড় সবাই।

এবিএন/ধ্রুব রঞ্জন দাস/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ