আজকের শিরোনাম :

পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে শৈলকুপায় ২ লাখ তালবীজ রোপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩৯

পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে ঝিনাইদহের শৈলকুপায় ২ লাখ তালবীজ রোপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার (২৬ সেপ্টেম্বর) সকালে শৈলকুপা উপজেলার ফাজিলপুর এলাকায় তালবীজ রোপনের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই।

এসময় উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, উপজেলা যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাকিল আহমেদসহ আওয়ামীলীগ ও অংগসংগঠনের সকল নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২’শ ৭১ টি প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা একযোগে স্ব-স্ব প্রতিষ্ঠান এলাকায় ২ লক্ষাধিক তালবীজ রোপন করে।

এবিএন/যবনিকা/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ