আজকের শিরোনাম :

ডোমারে শো প্রকল্প কার্যক্রম পরিদর্শনে গণমাধ্যম কর্মীরা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১১

নীলফামারীর ডোমার উপজেলায় শো প্রকল্পের আওতায় সাংবাদিকদের সাথে দিনব্যাপি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ বুধবার (২৬ সেপ্টেম্বর) ল্যাম্ব কার্যালয়ে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে ল্যাম্ব ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথভাবে এ সভার আয়োজন করে।  ডোমার প্রেসক্লাব সভাপতি মো: মোজাফফর আলীর সভাপতিত্বে উপজেলা প: প: কর্মকর্তা আবু জাফর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  

এসময় প্ল্যানের রিপোটিং ও ডকুমেন্টেশন স্পেশালিষ্ট আসাদ রাসেল, ল্যাম্ব টেকনিক্যাল কো-অর্ডিনেটর তনু মজুমদার, ফিল্ড কো-অর্ডিনেটর জীবন কুমার পোদ্দার, এফডাভলুভি আফরোজা বেগমসহ উপজেলায় কর্মরত বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় কর্মরত ৩০ জন সংবাদকর্মী উপস্থিত ছিলেন।  শেষে চিকনমাটি স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন সাংবাদিকবৃন্দ।

এ প্রকল্পের আওতায় উপজেলায় ২০১৬ সাল হতে এ পর্যন্ত ২২৫৮টি নিরাপদ প্রসব সম্পূর্ণ হয়েছে।  ২১ হাজার ২১৯ জন গর্ভবতী প্রসব পূর্ববতী ও ৪১৩২জন গর্ববতী প্রসব পরবর্তী স্বাস্থ্য সেবা গ্রহণ করেছেন এবং ৭৪৭ জজন গর্ভবতীকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর ও মা ও শিশু কল্যাণ কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

এবিএন/মোঃ আব্দুল্লাহ আল মামুন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ