আজকের শিরোনাম :

ক্ষেতলাল হয়ে মোলামগাড়ীহাট দুঁপচাচিয়া রাস্তার বেহাল দশা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩২

জয়পুরহাটের ক্ষেতলাল হইতে মোলামগাড়ীহাট হয়ে  দুঁপচাচিয়া উপজেলার ঐতিহ্যবাহী ধাপের হাট আঞ্চলিক সড়কের বিভিন্ন জায়গায় কাপেটিং উঠে গিয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, সড়ক ও জনপথ বিভাগের প্রায় ৩০ কি. মি. দীর্ঘ ওই সড়কটি ক্ষেতলাল,কালাই উপজেলাবাসীর দুঁপচাচিয়ার  ঐতিহ্যবাহী  ধাপেরহাটে যোগাযোগের একমাত্র প্রধান সড়ক। উত্তর জনপদের ঐতিহ্যবাহী বিশাল  ওই ধাপেরহাটে সপ্তাহের বৃহস্পতিবার ও রবিবার গরুর হাট বসে।

ক্ষেতলাল ,কালাই উপজেলার ১০টি ইউনিয়নের হাজার হাজার মানুষ ওই সড়ক দিয়ে বাস, সিএনজি,অটোভ্যান,ভটভটিসহ বিভিন্ন যানবাহন যোগে বগুড়া জেলা সদরসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। সেই সংগে ক্ষেতলাল উপজেলার অধিকাংশ  শিক্ষার্থী  শিক্ষা শহর বগুড়া, দুঁপচাচিয়ায়া বিভিন্ন স্কুল, কলেজ, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে।

পাশাপাশি এলাকার ছোট বড় ব্যবসায়ী  স্থানীয় হাট বাজার থেকে ধান,চাল, গরু,মহিষসহ বিভিন্ন পণ্য কিনে ওই সড়ক দিয়ে  ট্রাকযোগে ঢাকা, বগুড়াসহ দেশের বিভিন্ন আঞ্চলে পরিবহন করে।

অথচ দীর্ঘদিন সড়কটির অধিকাংশ জায়গা থেকে কাপেটিং উঠে ছোট বড় এমন গর্ত সৃষ্টি হয়েছে যা দেখে বোঝার উপায় নেই এটি যানবাহন চলাচলের রাস্তা না মাছ চাষের পুকুর। এতে যানচলাচল চরম বিঘিœত হচ্ছে। মৃত্যুকে হাতের মুঠোই নিয়ে চলাচল করছে জনসাধারণ।

ভুক্তভুগি এক গরু ব্যবসায়ী জানান, ক্ষেতলাল হয়ে মোলামগাড়ীহাট, মধুপুকুর বাজার, দুঁপচাচিয়া উপজেলার ধাপের হাট পযর্ন্ত  রাস্তা দিয়ে চলাচলের সর্ম্পূন অনুপোযোগী হয়ে পরেছে। গত সপ্তাহে গরু বোঝাই ভটভটি উল্টে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। ছোট খাটো দুর্ঘটনা লেগেই থাকে। বালু বোঝাই ট্রাক, গরু বোঝাই ভটভটিসহ ভারী যানবাহন চলাচলের কারণে ওই রাস্তার অধিকাংশ জায়গা থেকে কাপেটিং উঠে গর্তের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে সড়ক ও জনপদ বিভাগ,জয়পুরহাটের নির্বাহী প্রকৌশলী মো. তানভীর ছিদ্দিক জানান, রাস্তাটির জয়পুরহাট অংশে সাড়ে ছয় কি.মি. রাস্তা ইতিমধ্যে টেন্ডার হয়েছে। অন্যান্য অফিসিয়াল প্রক্রিয়া শেষে শিঘ্রই রাস্তাটির সংস্কার কাজ শুরু হবে।

এবিএন/মিজানুর রহমান/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ