আজকের শিরোনাম :

কয়রায় মাদক বিরোধী সচেতনতা মূলক ক্যাম্পেইন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৪

যুব সমাজের অবক্ষয় রোধে মাদক বিরোধী সচেতনতা মূলক ক্যাম্পেইন আজ ২৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় কয়রায় খান সাহেব কোমর উদ্দিন মডেল মহাবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। 

জাইকার আর্থিক সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদক বিরোধী র‌্যালী শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ তমিজ উদ্দিন। 

বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এড. শেখ আব্দুর রশিদ, থানা অফিসার ইনচার্জ তারক বিশ্বাস,  মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আকতার, কয়রা সদর ইউপি চেয়ারম্যান আলহাজ এসএম শফিকুল ইসলাম, বাগালী ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার পাড়।

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আঃ রশিদ খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ডঃ চয়ন কুমার রায়। সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা নুরুন্নবী সিদ্দিকী, আমাদি ইউপি’র প্যানেল চেয়ারম্যান প্রশান্ত কুমার বাইন, প্রেসক্লাব সভাপতি ছদর উদ্দিন আহমেদ, ইউপি সদস্য অমলেন্দ কুমার সানা, রেজাউল করিম সানা, মোঃ হাবিবুল্লাহ, অজয় বিশ্বাস, শফিকুল ইসলাম, নাজমুচ্ছাদাত, শেফালী বেগম, দিলরুবা মিজান, সুচিত্রা সরদার, ইউপি সচিব মোঃ নুর আলম ও খান সাহেব কোমর উদ্দিন মডেল মহাবিদ্যালেয় বিপুল সংখ্যক ছাত্র ছাত্রীরা। 

বক্তরা মাদকমুক্ত জীবন গড়তে যুব সমাজের প্রতি উদাত্ত আহবান জানান। সভা পরিচালনা করেন জাইকার প্রতিনিধি দিপংকর কুমার মল্লিক। 

এবিএন/শহিদুল্লাহ শাহীন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ