রাজৈর উপজেলায় পুলিশের সাথে শিক্ষার্থীদের মতবিনিময় সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৬

মাদারীপুরের রাজৈর উপজেলায় ট্রাফিক সচেতনতা, আইনকানুন, সাইবার অপরাধ ও মাদক বিরোধী সহ অন্যান্য আইন সংক্রান্ত ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দকে নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দিনব্যাপী রাজৈর থানা পুলিশের উদ্যোগে রাজৈর সরকারী ডিগ্রি কলেজের মিলনায়তনে এ গনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন- মাদারীপুর জেলা পুলিশ সুপার সুব্রত কুমার হালদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজৈর উপজেলার পরিষদের চেয়ারম্যান শাজাহান খান, রাজৈর উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরীন, রাজৈর পৌর মেয়র শামিম নেওয়াজ মুন্সি, রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল মোর্শেদ সরকারি রাজৈর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মরিয়ম মুজাহিদা প্রমুখ। 

অনুষ্ঠানে প্রভাষক নিত্যানন্দ হালদারের পরিচালনায় অত্র কলেজের শিক্ষক, শিক্ষার্থী, সরকারী কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ