আজকের শিরোনাম :

বিরলে কন্যা শিশু দিবস উপলক্ষে সাইকেল র‌্যালি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২০

দিনাজপুরের বিরলে কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনতা মুলক সাইকেল র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিরল উপজেলা পরিষদ চত্বর থেকে সাইকেল র‌্যালিটি শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে র‌্যালিতে অংশ গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম রওশন কবীর।

বিরল এপি ওযার্ল্ড ভিশন, বাংলাদেশ এর সহযোগীতায়, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে, সাইকেল র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে বিরল শহর প্রদক্ষিণ শেষে উপজেলার ধামইড় ইউপির ঢেড়াপাটিয়া মোড় হয়ে ফুলবাড়ী, গগণপুর, নাড়াবাড়ী, পাকুড়া মোড় হয়ে রামপুর, বুনিয়াদপুর বাজার ঘুরে পুণরায় বিরল উপজেলায় এসে শেষ হয়।

সাইকেল র‌্যালিটিতে সাইকেল চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার এবিএম রওশন কবীরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সকল ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, রাজতৈনিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, পুলিশ, গ্রাম পুলিশ ও বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৪ শতাধীক ছাত্রী সাইকেল নিয়ে র‌্যালিতে অংশ গ্রহণ করেন।

সাইকেল র‌্যালিটি প্রায় উপজেলার ৩০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে।

এবিএন/সুবল রায়/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ