আজকের শিরোনাম :

তাড়াইলে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২১, ১২:৫৫

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সদর ইউনিয়নের পংপাচিয়া গ্রামের নাবালিকা মেয়ের বিয়ে বন্ধ হলো উপজেলা নির্বাহী (ইউএনও)মো.তারেক মাহমুদের  হস্তক্ষেপে।

জানা গেছে, গতকাল  শুক্রবার বিকেলে উপজেলার তাড়াইল-সাচাইল (সদর) ইউনিয়নের পংপাচিহা গ্রামের রিক্সার  কারিগর মুকসেদ মিয়ার নাবালিকা মেয়ে মারুফা (১৫)’র বিয়ের মেহমানদারি  চলছিলো খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. তারেক মাহমুদ ও তাড়াইল থানার পুলিশসহ উপস্থিত হয়ে বন্ধ করে দিলেন বাল্যবিয়ে।

উপজেলা নির্বাহী অফিসার মো. তারেক মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই বিয়ে বাড়িতে উপস্থিত হই।আমাদের উপস্থিতি টের পেয়ে বর পালিয়ে যায়। নাবালিকা মারুফা স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়তো।মারুফার  ১৮ বছর পূর্ণ না হলে বিয়ে দেয়া যাবে না এই মর্মে মেয়ের  পিতার কাছ থেকে মুচলেকা নিয়ে বিবাহ বন্ধ করে দেয়া হয়েছে।

এবিএন/মো. সুমন মিয়া/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ