আজকের শিরোনাম :

হিন্দু সম্প্রাদয়ের উপর হামলার প্রতিবাদে তাড়াইলে মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২১, ১৬:০৪

'যতমত ততপথ-হিন্দু স্বার্থে একমত' এই প্রতিপাদ্যকে সামনে রেখে  রূপসা উপজেলায় প্রতিমা ভাঙচুর ও সাভারে অধ্যাক্ষ মিন্টু চন্দ্র মন্ডলকে  নৃশংসভাবে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের তাড়াইলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় হিন্দু ছাত্র মহাজোট তাড়াইল উপজেলা শাখার।


জানা গেছে, আজ (১৩ই আগস্ট) শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলা সদর তাড়াইল বাজার কালী বাড়ীর সামনে  বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট তাড়াইল উপজেলা শাখার আয়োজনে  উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট তাড়াইল উপজেলা শাখার আহ্বায়ক শ্রী অর্নব পাল আননের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট তাড়াইল উপজেলা শাখার সদস্য সচিব শ্রী সঞ্জয় মল্লিক, যুগ্ম আহ্বায়ক হৃদয় সরকার, যুগ্ম সদস্য সচিব সুমন সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী মিশুক ভৌমিক, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট তাড়াইল উপজেলা শাখা সদর ইউনিয়নের আহ্বায়ক শ্রী তুষার সরকার, সদস্য সচিব প্রশান্ত সরকার, দিপ্ত সরকার প্রমুখ।

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট তাড়াইল উপজেলা শাখার নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, খুলনা জেলার রূপসা উপজেলার শিয়ালী গ্রামের অর্ধ শতাধিক হিন্দু পরিবারের উপর  হামলা, মন্দির, প্রতিমা, ঘরবাড়ি ভাংচুর-লুটপাট ও  ঢাকা সাভারে অধ্যাক্ষ মিন্টু চন্দ্র মন্ডলকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় এনে  সুষ্ঠু তদন্তের মাধ্যমে সর্বোচ্চ বিচার করতে হবে।


এবিএন/সুমন মিয়া/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ