আজকের শিরোনাম :

নাব্য সংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:২৭

পদ্মায় নাব্য সংকটে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের ২১টি জেলার যোগাযোগের অন্যতম মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। লৌহজং চ্যানেলে নাব্য সংকট সমাধানের জন্য চ্যানেলের মুখে ড্রেজার মেশিন স্থাপনের কারণে ফেরি বন্ধ আছে। কয়েক দিন ধরেই এ নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

গতকাল সোমবার বিকেল ৪টা থেকে নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। নাব্য সংকট ও ড্রেজিং করার কারণে আজও ফেরি চলাচল শুরু হয়নি। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক বরকত উল্লাহ ফেরি বন্ধের খবর নিশ্চিত করে জানান, গতকাল সকাল থেকেই নৌপথে ১৪টি ফেরি চলাচল করছিল। লৌহজং টার্নিং পয়েন্টে নাব্য সংকট ও চ্যানেলে ড্রেজার বসানোর কারণে ফেরি বন্ধ রাখা হয়। ফেরি বন্ধের কারণে ঘাট এলাকায় পারাপারের জন্য ছোট-বড় মিলিয়ে তিনশ যানবাহন অপেক্ষা করছে।

ড্রেজার মেশিন না সরানো পর্যন্ত ফেরি চালু হচ্ছে না বলে জানান বিআইডব্লিউটিসির কর্মকর্তারা। শিমুলিয়া প্রান্তে অবস্থানরত যানবাহনগুলোকে বিকল্প রাস্তায় যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ