আজকের শিরোনাম :

সৈয়দ আশরাফের ম্যুরাল ভাঙ্গার অপচেষ্টার প্রতিবাদে কটিয়াদীতে মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২১, ১৫:৫৯

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙ্গার অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলা আওয়ামী লীগ।

আজ বৃহস্পতিবার সকালে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র ছিদ্দিকুর রহমান ভূঞার নেতৃত্বে ও সাংবাদিক সারোয়ার হোসেন শাহীনের সঞ্চালনায় মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন দলের সিনিয়র নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র শওকত উসমান, উপজেলা আওয়ামী লীগ সহ-দপ্তর সম্পাদক সোহরাব উদ্দিন, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রুমী, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম ফকির, কটিয়াদী সরকারি কলেজের সাবেক ভিপি দুলাল বর্মণ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তাহের, আচমিতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন,  মুমরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তরিকুল ইসলাম টিটু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, কটিয়াদী কলেজের সাবেক এজিএস রফিকুল ইসলাম রেনু, সাবেক জেলা ছাত্রলীগ নেতা এনামুল হক বাবু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, প্রয়াত জননেতা সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙ্গার অপচেষ্টা আমাদের আবেগ ও অনুভূতিতে চরম আঘাত এনেছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তাঁরা। জানা যায়, গত ২৯ জুলাই রাতে কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙ্গার অপচেষ্টা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই রাতেই কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
 

এবিএন/ধ্রুব রঞ্জন দাস/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ