আজকের শিরোনাম :

কাউখালীতে স্থগিত ইউপি নির্বাচনের ভোট ৩রা অক্টোবর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০০

পিরোজপুরের কাউখালী উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্থগিতকৃত কেন্দ্রের ভোটগ্রহণ আগামী ৩ অক্টোবর বুধবার অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব ফরহাদ আহম্মেদ খান স্বাক্ষরিত চিঠিতে পুনরায় ভোটগ্রহণের কথা জানান।

জানা গেছে, গত ২২ মার্চ ২০১৬ সালে কাউখালী উপজেলার পাচঁটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন দুপুরে কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের তালুকদারহাট দক্ষিণ শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক মেম্বর প্রার্থী ব্যালট বাক্স ছিনতাইয়ের প্রচেষ্টা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালায়। ভিন্ন ঘটনায় ওই কেন্দ্রের দুই মেম্বর প্রার্থীর মধ্যে সংঘর্ষ ঘটলে ওই কেন্দ্রের নির্বাচন বন্ধ করে দেয়া হয়।

 এছাড়া ওই ইউনিয়নের মোল্লা বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপারে সিল মেড়ে পালিয়ে যায়। পরে ওই কেন্দ্রে ভোট বাতিল করা হয়। তালুকদার হাট কেন্দ্রে নির্বাচনের ফলাফল বাতিল করায় একজন প্রার্থী হাইকোর্টে মামলা দায়ের করলে দীর্ঘদিন ধরে বন্ধ থাকে ওই কেন্দ্রর নির্বাচন।

এ কারণে শিয়ালকাঠী ইউনিয়নের চেয়ারম্যানের ফলাফলও স্থগিত রয়েছে। এ দুই ভোট কেন্দ্রে মোট ভোটার রয়েছে ২ হাজার ৬৪ জন। এর মধ্যে ৪৭নং মধ্য শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার ১১৭৮ জন এবং ৪৬নং দক্ষিণ শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় (তালুকদার হাট) কেন্দ্রে ভোটার সংখ্যা ১২৮৬জন।

গত ২২মার্চ ২০১৬ সালে অনুষ্ঠিত নির্বাচনে শিয়ালকাঠী ইউনিয়নের ৭টি কেন্দ্র জাতীয় পার্টি জেপি’র প্রার্থী মো. দেলোয়ার হোসেন শিকদার বাই সাইকেল প্রতীকে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাজী সিদ্দিকুর রহমান (স্বতন্ত্র)।


এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ